বার্তা ডেস্ক ॥ প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইন-২০১৮ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে তোলা হবে। গতকাল সন্ধ্যায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানিয়েছেন। এর আগে বুধবারই ঢাকা দণি সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ভবনে অনুষ্ঠিত ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপরে পরিচালনা পরিষদের ১১তম সভায় অংশগ্রহণ শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইনটি আগামী রোববার জাতীয় সংসদে তোলা হবে। এরপর সন্ধ্যায় মন্ত্রণালয়ের প থেকে বৃহস্পতিবারই আইনটি সংসদে তোলার কথা জানানো হলো। আবু নাছের সমকালকে বলেন, ‘‘যদিও দুপুরে মন্ত্রী বলেছিলেন আইনটি আগামী রোববার সংসদে তোলা হবে, তবে বিকেলে মন্ত্রণালয়ে সিদ্ধান্ত হয় যে, আইনটি বৃহস্পতিবারই সংসদে তোলা হবে।” গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে দাঁড়িয়ে থাকা শিার্থীদের ওপর উঠে পড়ে জাবালে নূর পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই নিহত হন শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম। এরপর নিরাপদ সড়কের দাবিতে শিার্থীরা আন্দোলনে নামলে রাজধানী কার্যত অচল হয়ে পড়ে। এই আন্দোলনের পরিপ্রেেিত অনেকটা তড়িঘড়ি করে সড়ক নিরাপত্তা আইনের খসড়ায় অনুমোদন দেয় মন্ত্রিসভা।
‘বৃহস্পতিবার জার্মানি ও আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী’
: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার ছয়দিনের সফরে জার্মানি ও সংযুক্ত......বিস্তারিত