
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন কার্যক্রম শুরু করেছেন মহানগর আওয়ামী লীগ। এ লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সাংগঠনিক সফর করছেন মহানগরের নেতারা। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডে সাংগঠনিক সফর করেছেন তারা। এসময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির, আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ বাবু, গোলাম সরোয়ার রাজিব, আনোয়ার হোসাইন, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া প্রমুখ। এসময় নেতৃবৃন্দ ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ রূপে গঠনের ক্ষেত্রে ত্যাগী এবং যোগ্য নেতাদের মূল্যায়নের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কমিটিতে হাইব্রিড, অনুপ্রবেশকারী এবং বিতর্কিতদের স্থান না দেয়ার জন্য বলেন।