
স্টাফ রিপোর্টার ॥ জেলার হিজলা উপজেলাধীন হরিনাথপুর লঞ্চঘাট এলাকা থেকে ১০ বস্তা নিষিদ্ধ কারেন্টজালসহ এক যুবককে আটক করেছে নৌ পুলিশ। এসময় জব্দ করা হয়েছে নিষিদ্ধ কারেন্ট জাল বহনের কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত ট্রলারটি।
এর আগে গতকাল বুধবার সকাল ১১টার দিকে হরিনাথপুর ট্রলারঘাট থেকে ট্রলারসহ জাল জব্দ করা হয়। এই ঘটনায় আটক যুবকের নাম জুয়েল বেপারী (১৮)। তিনি হিজলা উপজেলার বাসিন্দা।
বুধবার রাতে আটকের তথ্য নিশ্চিত করে নৌ পুলিশের হিজলা ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শেখ মো. বেল্লাল হোসেন জানান, হরিনাথপুর লঞ্চ ঘাটের পাশেই বাধা ছিল নিষিদ্ধ কারেন্ট জাল ভর্তি ‘রাহাত পরিবহন’ নামের একটি ট্রলার। পরে ট্রলারটি তল্লাশী করে কারেন্ট জালসহ ট্রলারের শ্রমিক জুয়েলকে আটক করা হয়।
আটককৃত ট্রলার শ্রমিক জুয়েলের বরাত দিয়ে ওসি আরও জানান, ‘ট্রলার বোঝাই ১০ বস্তা কারেন্ট জাল ঢাকা থেকে মুলাদী’র উদ্দেশে নিয়ে আসা হয়েছিল। গন্তব্যে পৌঁছার আগেই জাল জব্দ করা হয়। তবে এর মালিকানা দাবি করে কেউ এগিয়ে আসেনি। এই ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছে বলেও জানান ওসি বেল্লাল।