হঠাৎ করে বেড়ে গেছে তৈল, চাউল এর দাম। বেড়ে গেছে মুরগীর মাংসের দামও
Deprecated: get_the_author_ID is deprecated since version 2.8.0! Use get_the_author_meta('ID') instead. in /home/ajkerbarta/public_html/wp-includes/functions.php on line 4861
আজকের বার্তা আজকের বার্তা
নিউজ ডেস্ক

মোঃ জিয়াউদ্দিন বাবু ॥ বাজারে হঠাৎ করে বেড়ে গেছে মুরগীর মাংসের দাম। বেড়ে গেছে তৈল চাউল ও আটার দাম। গতকাল নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় বোতল জাত বিভিন্ন ব্যান্ডের তৈল ২ কেজি ২৭৮ টাকা দরে বিক্রি হচ্ছে, এর আগে বিক্রি হতো ২২৫ টাকা করে। ১ লিটার তৈল বিক্রি হচ্ছে ১শত ৩৪ টাকা করে। খোলা তৈল বিক্রি হচ্ছে ১শত ৩০ টাকা করে। যা এর আগে বিক্রি হয়েছে ৯০ টাকা করে। ২৮ বালাম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা করে। মিনিকেট বিক্রি হচ্ছে ৬০ টাকা করে। খোলা ময়দা বিক্রি হচ্ছে ৩৫ টাকা করে। যা কয়েকদিন আগে বিক্রি হয়েছে ৩০ টাকা করে। প্যাকেট আটা বিক্রি হচ্ছে ৪৫ টাকা করে। যা এর আগে বিক্রি হয়েছে ৪০ টাকা করে। মাছের দাম আগের মতই রয়েছে, কাতলা, রুই বিক্রি হচ্ছে ২ শত ৫০ টাকা করে। তেলাপ্রিয়া ৮০ থেকে ১ শত টাকা করে বিক্রি হচ্ছে কৈ, শিং বিক্রি হচ্ছে ২ শত টাকা করে। পাবদা বিক্রি হচ্ছে ২ শত ৫০ টাকা করে। পোমা মাছ বিক্রি হচ্ছে ১ শত ৫০ থেকে ২ শত টাকা করে। সবধরনের সবজির দাম কম রয়েছে, ফুলকপি বাধঅ কপি ১০ থেকৈ ১৫ টাকা, টমোটা ১০ টাকা থেকে ১৫ টাকা, লাউ ৫০ থেকে ৮০ টাকা, ডিমের দাম কম রয়েছে। এক কুড়ি ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১ শত ৫০ টাকা করে। দেশী হাস ও মুরগীর ডিম বিক্রি হচ্ছে গ্রতি হালি ৫০ টাকা করে।