সড়ক ঢালাইয়ের একদিন পরেই ফাটল : প্রতিবাদে রাঙ্গাবালীতে মানববন্ধন
আজকের বার্তা আজকের বার্তা
নিউজ ডেস্ক

রাঙ্গাবালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের বরইতলা বাজার সংলগ্ন সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আরসিসি দ্বারা নির্মিত এই সড়কটি ঢালাইয়ের একদিনের মধ্যেই বিভিন্নস্থানে ফাটল ধরেছে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় বরইতলা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে প্রায় দুই শতাধিক লোক অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মানিক গাজী, রেশাদ খলিফা, আলাউদ্দিন বেপারী ও আল আমিন মৃধা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘নিম্ন মানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের কাজ করা হয়েছে। এমনকি ঢালাইয়ে সিমেন্টর পরিমাণ খুব কম দেয়া হয়েছে। সড়ক নির্মাণে এত অনিয়ম আগে কখনো দেখিনি। ঢালাইয়ের এক দিন পরেই সড়কে ফাটল ধরার দৃশ্য এটা নজিরবিহীন। এটা কোনভাবেই মেনে নেয়া যায়না। একদিন পরেই যদি রাস্তার বিভিন্নস্থানে ফাটল ধরে, তবে আগামী দিনে এখান দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়বে। তখন মানুষের দুর্ভোগের সীমা থাকবেনা।’ তাই অনতিবিলম্বে সড়ক পুনরায় নির্মাণের দাবী জানান বক্তারা।
জানাগেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) হতে ১০০ মি. সড়ক আরসিসি দ্বারা নির্মাণের জন্য ৯ লাখ টাকা বরাদ্দ হয়। সোমবার দুপুরে সড়ক ঢালাইয়ের কাজ শেষ হয়। এর একদিন পরেই সড়কের বিভিন্ন অংশে ফাটল ধরে। গতকাল মঙ্গলবার সকালে সড়কে ফাটল দেখে স্থানীয়রা জড়ো হতে থাকেন। এরপর সড়ক পুনরায় নির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এব্যাপারে জানতে চাইলে রাঙ্গাবালী উপজেলা প্রকৌশলী মো. মিজানুল কবির বলেন, মানববন্ধনের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। যেই জায়গায় ফেটেছে সেখান দিয়ে মেরামত করার জন্য বলেছি। তারা অতিদ্রুত মেরামত করে দিবে।