
স্টাফ রিপোর্টার ॥ স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামী জহিরুল ইসলাম মানিক (২৫) কে আত্মহত্যায় বাধ্য করায় স্ত্রী নুসরাত জাহান শাহানাজ (১৯) কে ৩০৬ ধারায় দোষী করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম ওই রায় দেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর সাথে প্রায়ই ঝগড়া করতেন স্ত্রী বিনা কারণে। ২০১৭ সনের ৪ জুলাই স্বামী বাধ্য হয়ে আত্মহত্যা করেন। এ ব্যাপারে বাকেরগঞ্জের খয়রাবাদ গ্রামের আঃ রব বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১৮ সনের ১৮ অক্টোবর বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার মামলার চার্জশিট দেন। আদালত সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় দেন।
রায় ঘোষণার পর পরই আসামীকে কারাগারে প্রেরণ করা হয়।