ব্যতিক্রমী আয়োজনে সাংবাদিক রেদওয়ান রানার পুত্র রিফজু’র জন্মবার্ষিকী উদযাপন
আজকের বার্তা আজকের বার্তা
নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার ::
দৈনিক আজকের বার্তা পত্রিকার ফটো সাংবাদিক, এয়ারপোর্ট থানা প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বরিশাল সিটি নিউজ এর প্রকাশক-সম্পাদক এবং বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সহ-সভাপতি মোঃ রেদওয়ান রানার এক মাত্র পুত্র রিফজু রেদওয়ান প্রিয় এর ষষ্ঠ জন্মবার্ষিকী ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হয়েছে।
রিফজু রেদওয়ান প্রিয়’র জন্মদিন উপলক্ষে ২২ নভেম্বর রবিবার বিকেল সাড়ে ৫টায়, বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ড কাশিপুরে হযরত শাহ্ পরাণ সড়কের নিজ বাসার সামনের সড়কে প্রায় ১শ শিশুর মাঝে মাস্ক, বেলুন, চকলেট বিতরণ করা হয়। ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন এবং এর উদ্যোক্তাকে সাধুবাদ জানিয়েছেন শুভাকাঙ্খীরা।
অপরদিকে রিফজু রেদওয়ান প্রিয়’র পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রিফজু’র পিতা সাংবাদিক রেদওয়ান রানা।
তিনি বলেন, করোনা কালীন সময়ে কেক কাটা বা অন্য কোন বড় আয়োজন করা হয়নি এবার, স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়টি মাথায় রেখে স্বল্পপরিসরে শিশুদের নিয়ে বেলুন ওড়ানো ও মাস্ক বিতরণ করেছি মাত্র। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।