
বার্তা ডেস্ক :: করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ‘ল্যারি কিং লাইভ’- এর উপস্থাপক ল্যারি কিং।খ্যাতনামা এই টিভি ব্যক্তিত্ব ৮৭ বছর বয়সে শনিবার মারা গেছেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ল্যারি কিংয়ের ফেইসবুক পাতায় তার মৃত্যুর খবর জানানো হয়েছে।একটানা ২৫ বছর সিএনএনে ‘ল্যারি কিং লাইভ’ টক শোটি চালিয়েছেন ল্যারি কিং।