লালমোহনে ফ্রি আইসিটি প্রোগ্রাম উদ্বোধন
Deprecated: get_the_author_ID is deprecated since version 2.8.0! Use get_the_author_meta('ID') instead. in /home/ajkerbarta/public_html/wp-includes/functions.php on line 4861
আজকের বার্তা আজকের বার্তা
নিউজ ডেস্ক

লালমোহন প্রতিনিধি \
ভোলার লালমোহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফ্রি আইসিটি প্রোগ্রাম উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে লালমোহন হাসপাতাল সড়কে নুরুন্নবী চৌধুরী আইসিটি সেন্টারে এ প্রোগ্রামের উদ্বোধন করেন ভোলা -৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দক্ষ জন সম্পদ গড়তে হলে আইসিটি ক্যারিয়ারের বিকল্প নেই। উপজেলার প্রতিটি ইউনিয়নের নতুন প্রজন্মকে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ইংলিশ স্পোকেন কোর্সসহ বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আইসিটি প্রোগ্রামের উপদেষ্টা ইশরাক চৌধুরী নাওয়ালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ ও তজুমদ্দিন উপজেলা সাবেক চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।