
এসবি মিলন, লালমোহন (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার লালমোহনে নদীতে মাছ ধরতে গিয়ে জসিম উদ্দিন (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। জানাগেছে, শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার বেতুয়া স্লুইজগেট সংলগ্ন মেঘনা নদীতে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে যান জসিম উদ্দিন। এসময় নদীতে জাল ফেলতে গিয়ে তীর ভেঙে জালসহ নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা কয়েক ঘণ্টা চেষ্টা করেও নিখোঁজ জসিম উদ্দিনের সন্ধান পাননি। জসিম উদ্দিন, বেতুয়া স্লুইজ এলাকার মহসীন মাঝির ছেলে।
নিখোঁজ জসিম উদ্দিনের পরিবারের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি, তবে স্থানীয় লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান সৈয়দ আবুল কাশেম জানান, মেঘনায় এখন প্রচুর স্রোত বইছে। এর মধ্যে লাশ খুঁজে পাওয়া দুষ্কর হবে। তার পরও জসিমের পরিবারকে সান্ত¡না দিয়েছি এবং তাদেরকে সহায়তা করার চেষ্টা করছি।
চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান বনি আমিন জানান, খবর পেয়ে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছি।