
স্টাফ রিপোর্টার ॥ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ আবু বক্কর (২৭) কে আটক করেছে র্যাব-৮। গতকাল দুপুরে ফরিদপুরের রাজবাড়ির বাইপাস মোড় সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী আবু বক্কর ইসাইল গ্রামের বাসিন্দা আকুব আলীর ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে ফরিদপুরের রাজবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাবের সদস্যরা। একপর্যায়ে রাজবাড়ির মোড় সংলগ্ন বাইপাস মহাসড়কের একটি হোটেলের সামনে থেকে আবু বক্করকে আটক করেন তারা। পরে তার দেহে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা, মাদক বিক্রির ১৭ হাজার ৭ শ টাকা, ২টি সিমকার্ড এবং ২টি মোবাইল সেট জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।