
কে.এম মোশাররফ হোসেন, মুলাদী প্রতিনিধি ::
মুলাদীতে দুই মাস বয়সী সন্তান বিক্রি করার সময় সোহরাব হোসেন (৩০) নামের এক পিতাকে আটক করেছেন স্থানীয়রা। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের প্যাদারহাট এলাকায় সন্তান বিক্রির চেষ্টার সময় তাকে আটক করে মুলাদী থানায় সোপর্দ করা হয়েছে।
সোহবার হোসেন মুলাদী পৌর সদরের পূর্ব তেরচর এলাকায় ভাড়া থাকেন। মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন জানান, স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরধরে সোহবার শিশু সন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়ে বিক্রি করার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে।