
স্টাফ রিপোর্টার ॥ মুলাদীতে ইয়াবাসহ মো. মিটন বিশ্বাস নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৮। এসময় তার কাছ থেকে তিনশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল সোমবার বেলা ৩টার দিকে উপজেলার দক্ষিণ-পূর্ব কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাড়ি থেকে ওই মাদক উদ্ধার করা হয়।
আটককৃত ৪০ বছর বয়সী মাদক কারবারি লিটন বিশ্বাস মুলাদীর চর কমিশনার দক্ষিণ-পূর্ব কাজিরচর এলাকার মৃত আমজেদ বিশ্বাসের ছেলে।
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেই, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে লিটন বিশ্বাসকে আটক করে। পরে তার ঘরে তল্লাশী চালিয়ে তিনশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।