
মঠবাড়িয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িযয়া উপজেলার বাদুরতলী গ্রামের কৃষক সুলতান হাওলাদারের ৩ মাসের একটি গরুর বাছুরকে ইট নিক্ষেপ করে মেরে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। কৃষক সুলতান হাওলাদার মৃত আব্দুল মজিদ হাওলাদারের পুত্র।
জানা গেছে, রবিবার সকাল ১০ টা থেকে বাছুরটিকে না দেখে মালিক খুঁজতে থাকার একপর্যায়ে স্থানীয় বিলের মধ্যে জালাল খলিফার পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই পুকুরটির পূর্ব ও পশ্চিমে মাসুম খলিফা, জালাল খলিফা ও দুবাই ফারুকের কলাই ক্ষেত রয়েছে। দুগ্ধ বাছুরটি হারিয়ে দুগ্ধবতী গাভিটি খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। ভুক্তভোগী পরিবারের ধারণা, কৃষি ক্ষেতে প্রবেশ করায় ক্ষেত মালিকদের লাঠি, ঢিল বা ইটের আঘাতে বাছুরটি মারা গেছে। ঘটনাস্থলে একটি ইট পাওয়া গেছে।
এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন থানার এএসআই আবুল কাশেম।