
মিজানুর রহমান মিজু, মঠবাড়িয়া সংবাদদাতা ॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবুজ নগর গ্রামের হাজী নুর মোহাম্মদ খান (৬৫) নামের এক বৃদ্ধের করোনা উপসর্গ নিয়ে বুধবার দুপুর একটার দিকে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে। তিন সন্তানের জনক মৃত নুর মোহাম্মদ খান ওই গ্রামের মৃত হাজী দুধাই খানের ছেলে। তিনি গত কয়েকদিন ধরে জ্বরসহ শ্বাস কষ্টে ভুগছিলেন বলে জানান পরিবারের সদস্যরা।
পারিবারিক সূত্রে জানাগেছে, গত দুই দিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন নুর মোহাম্মদ। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেয়ার কথা ছিল।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী হাসান জানান, প্রতিদিন অনেক রোগীকেই হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ওই রোগীকেও নমুনা দিতে বলা হয়েছিল। নমুনা পরীক্ষা ছাড়া বলা যাবে না তার কি কারণে মৃত্যু হয়েছে।