মঠবাড়িয়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার
Deprecated: get_the_author_ID is deprecated since version 2.8.0! Use get_the_author_meta('ID') instead. in /home/ajkerbarta/public_html/wp-includes/functions.php on line 4861
আজকের বার্তা আজকের বার্তা
নিউজ ডেস্ক

মঠবাড়িয়া প্রতিনিধিঃপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা এলাকা থেকে ইয়াবাসহ রুবেল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (৩ মার্চ) তাকে গ্রেফতার করা হয়। রুবেল মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটা এলাকার মোঃ হারেছ মৃধার ছেলে।একাধিক মাদক মামলার আসামি রুবেল ২০২০ সালের মার্চ মাসে ৫০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার হয়েছিল। মামলা আদালতে বিচারাধীন রয়েছে। পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের সেকেন্ড অফিসার এস আই দেলোয়ার হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার টিকিকাটা এলাকা থেকে রুবেল নামে এক মাদক ব্যবসায়ীকে ৩০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।