
মো: মিজানুর রহমান মিজু, মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা ॥ পিরোজপুর জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঠবাড়িয়ার বলেশ্বর নদীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। সোমবার দিনব্যাপী এ অভিযানে বলেশ্বরের বড়মাছুয়া থেকে সাংরাইল হয়ে মাঝেরচর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
এসময় নদের বিভিন্ন স্থানে পাতা সরকারের নিষিদ্ধ ঘোষিত ৪টি রেহেন্ধী জাল, ১টি নেট বাধা জাল, ১২টি পোনা নিধনের নেট জাল, ১টি বেড় জাল, ১০ হাজার কারেন্ট জাল, ১হাজার মিটার চড়গড়া জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫লাখ ৮২ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন, জেলা মৎস্য কর্মকর্তা আঃ বারী ও মঠবাড়িয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক। পরে পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন এর উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ফেলা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা আঃ বারী জানান, অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।