
বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া পৌরসভার নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহম্মেদ তার মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (১৭ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মিয়া, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাস্টার সাইদুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি সভাপতি ফখরুল সিদ্দিক সনেট তালুকদার। এ পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।