
আরিফ হোসেন, বাবুগঞ্জ প্রতিনিধি ॥ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমীনুল ইসলাম। বুধবার বিকালে উপজেলার বাবুগঞ্জ বন্দরের গৃহহীন সাথী আক্তার দম্পতি কে নিজ হাতে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় তিনি অসহায় ওই পরিবারের মাঝে ২০ কেজি চালও বিতরণ করেন। এ নির্বাহী কর্মকর্তা দাপ্তরিক কাজের পাশাপাশি যখনই সুযোগ পাচ্ছেন তখনই ছুটে যাচ্ছেন এসব হতদরিদ্র শীতার্ত মানুষের কাছে। কোন রকম তালিকা ছাড়াই সরেজমিনে গিয়ে শীতার্তদের অবস্থা অবলোকন করে ইউএনও নিজ হাতেই শীতার্তদের হাতে তুলে দিচ্ছেন শীতবস্ত্র ও কম্বল।