বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে ওসির নেতৃত্বে পুলিশের মহড়া
আজকের বার্তা আজকের বার্তা
নিউজ ডেস্ক

রাহাদ সুমন, বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে যেন কোন ধরনের সহিংসতা না ঘটে সে লক্ষ্যে থানা পুলিশ বানারীপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন সড়কে মহড়া প্রদর্শন করেছে। রোববার দিনভর এ মহড়া প্রদর্শন করা হয়। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে আইন শৃঙ্খলা সমুন্নত রেখে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে থানা পুলিশ সদা জাগ্রত।
নির্বাচনকে কেন্দ্র করে কেউ শান্তির জনপদ বানারীপাড়ায় অশান্তির বিষবাষ্প ছড়াতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে বানারীপাড়া পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৭ জানুয়ারি রোববার ছিল মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।