বানারীপাড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী ছাত্রদলের সভাপতি গ্রেফতার
আজকের বার্তা আজকের বার্তা
নিউজ ডেস্ক

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় মাদক মামলায় এক বছরের সাজা প্রাপ্ত ফেরারী আসামী পৌর ছাত্রদলের সভাপতি তুহিন মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বানারীপাড়া পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে থানার উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। তুহিন মৃধা বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধার ছোট ভাই।
থানা সূত্রে জানা গেছে, তিনি উজিরপুর থানায় দায়েরকৃত মাদক দ্রব্য আইনের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী। র্যাব ও পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী তুহিন মৃধা এর আগেও মাদক সহ একাধিকবার গ্রেফতার হয়েছেন।