
স্টাফ রিপোর্টার ::
মাদক মামলায় গৌরনদীর মোঃ রানা সরদার (৩০) কে (পলাতক) ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের জজ এ কে এম শহিদ আহমেদ ওই রায় দেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী মোঃ হুমায়ুন আহমেদ জানান, ২০১৬ সনের ৬ জানুয়ারি গৌরনদীর পশ্চিম ডুমুরিয়া এলাকায় আসামীর কাছ থেকে গৌরনদী থানা পুলিশ ৬৪ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় গৌরনদী থানার এসআই মোঃ মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
২০১৭ সনের ২০ জানুয়ারি গৌরনদী থানার এসআই ছগির হোসেন মামলার চার্জশিট দেন। আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গৌরনদীর পশ্চিম ডুমুরিয়ার মৃত ধলু সরদারের ছেলে মোঃ রানা সরদারকে ১০ বছরের সশ্রম কারাদ-, ১০ হাজার টাকা জরিমানার দণ্ডে দণ্ডিত করেন।