
মুজিব বর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে বরগুনায় ‘জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ এর আয়োজন করা হয়েছে। বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসন অফিসের ব্যাডমিন্টন মাঠে পহেলা ডিসেম্বর এ প্রতিযোগিতার উদ্বোধন করা হবে।ব্যাডমিন্টন প্রতিযোগিতা উপলক্ষে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ।
বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যাডমিন্টন টুর্নামেন্টর আহ্বায়ক মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলদেশ ব্যাডমিন্টন ফ্যাডারেশনের সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মো. আলমগীর হোসেন, টুর্নামেন্ট কমিটির সমন্বকারী ও জেলা ক্রীড়া সংস্থার কোষাদক্ষ এম হারুন অর রশিদ রিংকু, প্রেসক্লাবের সভাপতি চিত্তরজ্ঞন শীল, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল প্রমুখ।