
এমদাদুল হক, বগুড়া জেলা প্রতিনিধি ॥ বগুড়ার শিবগঞ্জে প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার ধাওয়াগীর উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন পাগলা-পাগলী বিলে ওই খেলার আয়োজন করা হয়।
কগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের ধাওয়াগীর গ্রামবাসীর আয়োজনে ধাওয়াগীর উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন পাগলা-পাগলী বিলে সামাজিক দূরত্ব বজায় রেখে ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলার উদ্বোধন করেন ময়দানহাট্টা ইউনিয়নের প্যানেল (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শহিদুল ইসলাম নান্নু। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোকলেছুর রহমান মুন্নু, ধাওয়াগীর গ্রামের সুধী মকবুল হোসেন, বেলাল হোসেন, হাম্মাদ আলী, রানা মিয়া, মুসুদুর রহমান, শাহাবুল ইসলাম, খোকা মিয়া, বাবু মিয়া, আনোয়ারুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী ঐতিহ্যবাহী নৌক বাইচ খেলা পাগলা-পাগলী বিলে আশেপার্শ্বের গ্রামের নারী পুরুষ সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিযোগিতাটি সন্ধ্যা অবধি উপভোগ করেন।