বইয়ের বিনিময়ে বই
Deprecated: get_the_author_ID is deprecated since version 2.8.0! Use get_the_author_meta('ID') instead. in /home/ajkerbarta/public_html/wp-includes/functions.php on line 4861
আজকের বার্তা আজকের বার্তা
নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার ॥
বরিশালে প্রথমবারের মতো ‘বইয়ের বিনিময়ে বই’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুই দিনব্যাপী এ কর্মসূচিতে একটি বই দিয়ে একটি বই পড়ার সুযোগ পাবেন পাঠকরা। গতকাল শুক্রবার বিকেল ৫টায় বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহম্মেদ। গ্রন্থদ্বীপ সংগঠনের আয়োজনে কর্মসূচিতে প্রথম পর্যায়ে দুই হাজার বই সংগ্রহ করা হয়েছে পাঠকদের জন্য। বইগুলো পড়তে পাঠককে একটি বই দিয়ে একটি বই নিতে হবে। উদ্যেক্তা মাহফুজ রায়হান বলেন, সাধারণ মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করতে আমাদের এই উদ্যোগ। আমরা নিজেদের মধ্যে থেকেই দুই হাজার বই সংগ্রহ করেছি। অনেকের বাসায় অনেক বই রয়েছে, যা তারা পড়ছেন না। সেই বইগুলো এখানে দিয়ে তারা পছন্দের বই নিতে পারবেন এখান থেকেই। শেখ সুমন নামে আরেক উদ্যোক্তা বলেন, আমাদের ৪০ জনের বেশি পাঠক এই উদ্যোগে সহযোগিতা করেছেন। তাছাড়া শুভাকাঙ্ক্ষীরাও বই দিয়ে সহযোগিতা করেছেন। শনিবারও তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই কর্মসূচি চলবে। আশা করছি অনেক বইপ্রেমী মানুষের সমাগম হবে।