
স্টাফ রিপোর্টার ॥ ঝালকাঠির নলছিটি থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আলী আহমেদ। শনিবার তিনি নলছিটি থানায় যোগদান করেন। এর পূর্বে তিনি পটুয়াখালীর রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। চৌকস পুলিশ অফিসার আলী আহমেদ পূর্বের কর্মস্থলে পেশাদারিত্বের সাথে কাজ করে বেশ প্রশংসিত হয়েছেন। ২০০৫ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেন।
আলি আহমেদ নলছিটি থানায় যোগদান করায় সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণীর মানুষ তাকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা- মাদক, অবৈধ অস্ত্র, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহসহ সন্ত্রাসী কর্মকা-ের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে তিনি সক্ষম হবেন।