
রফিক সাদি, তজুমদ্দিন প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিন উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার বেলা ১২ টায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় তজুমদ্দিন উপজেলা চত্বর, চৌমহনী বেড়িবাঁধ ও মুচিবাড়ি এলকায় একশত অসহায় ও সুস্থ পরিবারের মাঝে লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিকুর রহমান (বিএন) এর নেতৃত্বে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন নৌবাহিনীর সদস্যরা।
এ ব্যাপারে ভোলা জেলা নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিকুর রহমান (বিএন) বলেন, মহামারি করোনার কারণে কর্মহীন হয়ে পড়া প্রকৃত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আমরা ভোলা জেলার ত্রাণ কার্যক্রমের ধারাবাহিকতায় তজুমদ্দিন উপজেলায় বিভিন্ন স্থানে গিয়ে মানুষের দোরগোড়ায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। জেলাব্যাপী এই ধারা অব্যাহত থাকবে।