
আককাস সিকদার, ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে একটি ব্যবসাপ্রতিষ্ঠান মালামালসহ পুড়ে গেছে। সোমবার রাত ১২টার দিকে শহরতলীর গাবখান ইকোপার্ক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত ১২টার দিকে শাহাদাত হোসেনের মুদি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করে। আগুন দেখে আশেপাশের লোকজন এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মালামালসহ ব্যবসাপ্রতিষ্ঠানটি পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুস সালাম জানান, আগুনে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান তিনি।