
স্টাফ রিপোর্টার ॥ বরিশালে গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) ২৪ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬০১ জনে। তবে এদিন কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফলে এখন পর্যন্ত বরিশালে মোট মৃত্যুর সংখ্যা ২৪ জনেই সীমাবদ্ধ রয়েছে।
অদ্যাবধি এ জেলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪২৩ জন।
সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবষেণা ইনস্টিটিউট থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাবুগঞ্জ উপজেলায় স্বাস্থ্য বিভাগের ১ স্টাফসহ ২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলজে থেেক প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী হিজলা উপজেলায় ২ জন, বাবুগঞ্জ উপজেলায় ১ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৪ সদস্য, র্যাব-৮ এর ১ সদস্য, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ নার্স, ১ জন স্টাফ, বরিশাল নগরীর উত্তর মল্লিক রোড, আমতলা মোড়, সদর রোড, চৌমাথা, গোড়াচাঁদ দাস রোড, ভাটিখানা, নবগ্রাম রোড, নতুন বাজার, চকবাজার, কাউনিয়া প্রত্যেক এলাকায় ১ জন করে মোট ১০ জনসহ মোট ২৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।