
এম,নোমান চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশন উপজেলায় করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগম, সামাজিক দূরত্ব মেনে না চলা, মাস্ক না পরা ও ডেলিং লাইসেন্স না থাকার অপরাধে ১৪ জনকে ৪৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চরফ্যাশন বাজারে মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধে ও ডেলিং লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড প্রদান করেছেন। দণ্ডিত ১৪ জনের মধ্যে চরফ্যাশন বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনতা রয়েছেন। সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। ডেলিং লাইসেন্সে না থাকায় ৮জনকে ৪৭ হাজার টাকা আর মাস্ক না পরায় ৬ জনকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
চরফ্যাশন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৪ জনকে অর্থদণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, করোনায় আক্রান্তের সংখ্যা না কমলেও স্বাস্থ্য বিধি মানার প্রবণতা একেবারেই কমে গেছে। আসছে শীত মৌসুমে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের জরিমানা করার কারণে তারা আমার পিছনে ওঠে পড়ে লেগেছে।