
নোমান চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি ॥ ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন খানের নেতৃত্বে কোস্টগার্ড বাহিনী ভারতীয় ট্রলারসহ ১৫ জন জেলেকে আটক করেছে। বাবুর হাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে বুধবার রাতে অভিযানকালে ভারতীয় মাছের ট্রলার ও ভারতীয় এক নাগরিকসহ ১৫ জেলেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ভারতীয় নাগরিক অর্জুন দেবনাথকে বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ আইচা থানায় সোপর্দ করেছে কোস্টগার্ড। আটককৃত ভারতীয় নাগরিক অর্জুন দেবনাথ পশ্চিমবঙ্গের বর্ধমানের দুপরাজপুর গ্রামের নারায়ন দেবনাথের ছেলে। আটককৃত অপর জেলেদের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়।
কোস্টগার্ড চর মানিকা কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন খান এর সত্যতা নিশ্চিত করে বললেন, ভারতীয় নাগরিক অবৈধ ভাবে অনুপ্রবেশ করায় তাকে থানায় সোপর্দ করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় জেলে, ট্রলারসহ সামুদ্রিক মাছের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ব্যবস্থা নিবেন।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ ভাবে অনুপ্রবেশ করায় সেই ধারায় মামলা হবে।