
এম . নোমান চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি ॥ জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের নির্দেশে বাংলাদেশ কোস্টগার্ড চরমানিকা কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন খানের নেতৃত্বে সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বুড়াগৌরাঙ্গ নদীর নজরুল নগর ইউনিয়নের কুরালিয়া স্লুইজ ঘাটে অভিযান চালিয়ে ১টি ট্রলারসহ ২৫ মণ জাটকা জব্দ করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের আদেশে জব্দকৃত জাটকাগুলো চর কচ্ছপিয়া কোস্টগার্ডের অফিসের সামনে ১৫ টি এতিম খানা, মাদ্রাসা ও গরিব দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করা হয়। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন। এবং ট্রলারটি মৎস্য কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে বলে বাংলাদেশ কোস্টগার্ড চর মানিকা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন খান নিশ্চিত করেছেন।