
স্টাফ রিপোর্টার ॥ নগরীর গড়িয়ারপাড় ও বাবুগঞ্জের মাধবপাশা বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় আটটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে তারা। রোববার অধিদপ্তরের বরিশাল জেলা ও বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় থেকে জানানো হয়েছে, গড়িয়ারপাড় ও মাধবপাশা বাজারে অস্বাস্থ্যকরভাবে খাদ্য পণ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এছাড়া অভিযানকালে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করেন অভিযান পরিচালনাকারীরা। এসময় এয়ারপোর্ট থানা পুলিশের একটি টিম তাদের সহযোগিতা করে।