গভীর রাতে বরিশাল রেঞ্জ ডিআইজির শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
Deprecated: get_the_author_ID is deprecated since version 2.8.0! Use get_the_author_meta('ID') instead. in /home/ajkerbarta/public_html/wp-includes/functions.php on line 4861
আজকের বার্তা আজকের বার্তা
নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল মহানগরীর বিভিন্ন জায়গায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। হঠাৎ করেই উত্তরের কনকনে বাতাসে ও মৃদু শত্যপ্রবাহে শীত যেনো জেঁকে বসেছে বরিশালে। মহানগরীর বিভিন্ন পয়েন্টে সাধারণ খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের মধ্যে গভীর রাতে যেনো এক টুকরো উষ্ণতা নিয়ে হাজির হন ডিআইজি।
কনকনে শীতের রাতে একটা কম্বল পেয়ে খুশি যেনো আর ধরে না এসব মানুষদের। ডিআইজি শফিকুল ইসলাম এসময় তাদের খোঁজ-খবর নেন ও কুশল বিনিময় করেন। শীতবস্ত্র বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন উক্ত রেঞ্জের এডিশনাল ডিআইজি, সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টরবৃন্দ অন্যান্য অফিসার ও ফোর্স।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও শীতার্ত ও আর্ত মানবতার পাশে দাঁড়ানো ডিআইজির গণমুখী ও মানবিক পুলিশিং কার্যক্রমের একটি অংশ মাত্র।