
মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রতিনিধি ॥ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের পায়রা সমুদ্র বন্দরের চার নম্বর বয়া এলাকায় কুয়াকাটা নৌ-পুলিশের অভিযানে ফাইস্যা (ফালিশা) মাছের চার কোটি রেণু জব্দ করা হয়েছে। এসময় রেণু ধরার দায়ে হাবিবুর (৩০), আবু সাঈদ (৩৮), আবুল বাশার (৩৫) ও মাসুম বিল্লাহ (৩০) চার জেলেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা একটার দিকে কুয়াকাটা নৌ-পুলিশ অভিযান চালিয়ে এদের গ্রেফতার এবং চার কোটি রেণু জব্দ করেছে।
গ্রেফতারকৃতরা সাগরবক্ষে পায়রার বয়া সংলগ্ন চরবিজয় এলাকায় প্রতিদিন নিষিদ্ধ মশারি নেট দিয়ে রেণু শিকার করে সাতক্ষীরা অঞ্চলে নিয়ে বিভিন্ন মাছের ঘেরে বিক্রি করে আসছিলেন। গ্রেফতারকৃতদের বাড়ি খুলনার কয়রা ও আশাশুনি উপজেলায়। জব্দকৃত রেণু কলাপাড়া উপজেলা মৎস্য অফিসারের উপস্থিতিতে সাগরবক্ষে অবমুক্ত করা হবে বলে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই কামরুজ্জামান নিশ্চিত করেছেন।