
কলাপাড়া প্রতিনিধি ॥ কলাপাড়া পৌরসভার কবি নজরুল ইসলাম সড়কের একই পরিবারের পাঁচ জন করোনা শনাক্ত হয়েছেন। এছাড়া কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের এক ব্রাদার, কলাপাড়া থানার এক জন এসআই করোনা শনাক্ত হয়েছেন। এনিয়ে নতুন করে সাত জন করোনা শনাক্ত হলেন।
তবে ইতিপূর্বে করোনা আক্রান্ত নাইয়াপট্টি মহল্লার দু’জনের রিপোর্ট দ্বিতীয়বারের মতো নেগেটিভ এসেছে। কলাপাড়ার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার রবিবার এ খবর জানিয়েছেন। এনিয়ে কলাপাড়ায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪ জন। এর মধ্যে ছয় জন সুস্থ হয়েছেন।
কবি নজরুল ইসলাম সড়কের ওই বাড়ির গৃহবধূ আগেই করোনা শনাক্ত হয়েছেন। ওই বাড়িসহ গোটা মহল্লা লকডাউন করা হয়েছে বলে কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার জানিয়েছেন।