এএসপি আনিসুল হক’র রুহের মাগফেরাত কামনায় বিএমপিতে দোয়া-মোনাজাত
Deprecated: get_the_author_ID is deprecated since version 2.8.0! Use get_the_author_meta('ID') instead. in /home/ajkerbarta/public_html/wp-includes/functions.php on line 4861
আজকের বার্তা আজকের বার্তা
নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুল করিম এর রুহের মাগফেরাত কামনায় বরিশালে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বাদ আসর নগরীর পুলিশ লাইন্স জামে মসজিদে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর পক্ষ থেকে মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার)। এসময় শেষ কর্মস্থল বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকাবস্থায় আনিসুল করিম এর বিভিন্ন স্মৃতিচারণমূলক আলোচনা করেন বিএমপি কমিশনার।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) জুলফিকার আলী হায়দার, বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম- বিপিএম (বার), বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন- পিপিএম (সেবা) উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার- পিপিএম, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা নিতে যান পুলিশের সিনিয়র এএসপি মোহাম্মদ আনিসুল করিম। সেখানে ভর্তি করার পরে কর্মচারীদের নির্যাতনে মৃত্যু হয় তার।
৩১ তম বিসিএস পুলিশ কর্মকর্তা নিহত আনিসুল করিম সর্বশেষ বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। তিনি বিএমপি’র ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।