
স্টাফ রিপোর্টার ॥
বরিশালে উৎসব মুখর পরিবেশে পহেলা অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ উপলক্ষে নবান্ন উৎসব সোমবার রাতে বরিশাল সার্কিট হাউজে পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল্লাহ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কবির উদ্দিন প্রামানিক, পুলিশ সুপার সাইফুল ইসলাম, সাংবাদিক অ্যাড. এস এম ইকবাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, বি এম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইমানুল হাকিম, সনাক সভাপতি শাহ সাজেদা, পংকজ রায় চৌধুরী, মোজাম্মেল হক, হাসানুর রশিদ প্রমুখ।
পরে সার্কিট হাউজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবান্ন উৎসবে বেশ কয়েকটি পিঠার স্টাল ছিল। সামাজিক দূরত্ব বজায় রেখে নবান্ন উৎসব পালিত হয়।
অপর দিকে অন্য একটি নবান্ন উৎসব ও কার্তিক পূজা আয়োজনে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় ট্রাস্টি বোর্ডের সদস্য সুরঞ্জিত দত্ত লিটু, তাপস কর্মকার, স্বপন কর, রঞ্জিত সেন গুপ্ত প্রমুখ।