
স্টাফ রিপোর্টার ॥ বরিশালের উজিরপুর উপজেলা থেকে মাদক দ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। এসময় তাদের কাছ থেকে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে তারা। আটককৃতরা হলেন উজিরপুরের ভবানীপুর গ্রামের মো. বশির মল্লিকের ছেলে মো. জালিছ বেপারী (২২) ও একই উপজেলার শোলক গ্রামের মো. মাহাবুব হাওলাদারের ছেলে মো. ইমন হাওলাদার (১৯)। র্যাব জানিয়েছে, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ ফেব্রুয়ারি রাতে অভিযান চালিয়ে উজিরপুরের ভবানীপুর বাজারে একটি স-মিলের সামনে থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এই ঘটনায় তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে উজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।