সাগরপথে টেকনাফ উপকূল দিয়ে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় ২২ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বী উপকূল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১১ শিশু, ১০ নারী ও একজন পুরুষ রয়েছেন। তারা সবাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুজ্জামান চৌধুরী জানান, আজ ভোরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বী উপকূল এলাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য রোহিঙ্গাদের একটি দল প্রস্তুতি নিচ্ছিল। তাৎক্ষণিক খবর পেয়ে বিজিবির হাবিলদার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় ২২ রোহিঙ্গাকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গাদের ব্যাটালিয়নের সদরে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আছাদুজ্জামান চৌধুরী।এর আগে গত দুই দিনে কক্সবাজারের উখিয়া-টেকনাফ উপকূল দিয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে ৭০ জন রোহিঙ্গাকে উদ্ধার করে বিজিবি ও পুলিশ। এরমধ্যে ৩৮ জন রোহিঙ্গা নারী। তাদের বয়স ১৮-২২ এর মধ্যে।
‘বরিশালে ৫ দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালা’
: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বরিশালে......বিস্তারিত