ঝালকাঠি ও কাঁঠালিয়া প্রতিনিধি ॥ ঝালকাঠির কাঁঠালিয়া থেকে ধর্ষণ মামলার আসামি সজল জমাদ্দার নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে কাঠালিয়া উপজেলার বিনাপানি গ্রামের একটি মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত সজল পার্শ্ববর্তী পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার নদমূলা গ্রামের আবুল হোসেন জমাদ্দারের ছেলে। তিনি ভা-ারিয়া থানার একটি ধর্ষণ মামলার প্রধান আসামি। কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) আঃ সালাম জানান, দুপুরে বিনাপানি গ্রামের একটি বাগানের পাশের মাঠে সজলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার দুই পাশে দুটি গুলিবিদ্ধ অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। নিহতের বুকে লেমিনেটিং করা একটি কাগজে লেখা ছিল তাঁর নাম সজল। তিনি ভা-ারিয়ার মাদ্রাসা ছাত্রী কারিমা ধর্ষণ মামলার আসামি। খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মো. মোজাম্মেল হক রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন। ভা-ারিয়া ও কাঁঠালিয়া থানা পুলিশ জানায়, গত ১২ জানুয়ারি সকাল ১১টার দিকে পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার নদমূলা গ্রামের বাড়ি থেকে পাশের হেতালিয়া নানা বাড়ি বেড়াতে যাচ্ছিল মাদ্রাসা ছাত্রী কারিমা। একই গ্রামের সজল ও রাকিব মেয়েটির মুখ চেপে ধরে জোরপূর্বক একটি পানের বরজে নিয়ে পালাক্রমে ধর্ষণ এবং মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে। ধর্ষণের পর ওই ছাত্রীকে হুমকি প্রদান করে বলা হয়, কাউকে জানালে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে। একদিন পরে মেয়েটি স্বজনদের ঘটনাটি জানায়। তার বাবা মামলা করতে চাইলে ওই দুই বখাটে বিষয়টি টের পেয়ে মেয়েটির বড়ভাইকে ডেকে ধর্ষণের ভিডিও দেখিয়ে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি প্রদান করেন। বখাটে রাকিব ভিটাবাড়িয়া গ্রামের কালাম মোল্লার ছেলে। এ ঘটনায় সজল ও রাকিবকে আসামি করে গত ১৪ জানুয়ারি ভা-ারিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ছাত্রীর বাবা। মামলার পরপরই রাকিবকে পুলিশ গ্রেপ্তার করে। ঘটনার পর থেকেই সজল জমাদ্দার পলাতক ছিলেন।
‘বরিশালে ৫ দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালা’
: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বরিশালে......বিস্তারিত