স্টাফ রিপোর্টার ॥ বরিশাল বিভাগের ২০ প্রতিবন্ধী ছেলে ও মেয়েকে আইসিটি প্রশিণ প্রদান করা হচ্ছে। আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে এ প্রশিণ প্রদান করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক এমপি গতকাল রোববার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালে এ প্রশিণ কার্যক্রম উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী তার বক্তৃতায় বলেন, যারা প্রতিবন্ধী হয়ে জীবন সংগ্রামে লড়াই করছেন তাদের আইসিটি প্রশিণের মাধ্যমে যোগ্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিবন্ধী ভাই-বোন-তরুণ-তরুণীরা সমাজে যেন পিছিয়ে না পড়েন সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের পাশে আছেন এবং থাকবেন। বরিশাল আঞ্চলিক কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার কাউন্সিল বরিশাল আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোঃ মনিরুল ইসলাম, আইসিটি ইন্সপেক্টর ইমরান হোসেন ও মরজিনা খাতুন রতœাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
‘বরিশালে ৫ দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালা’
: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বরিশালে......বিস্তারিত