আবদুল্লাহ আল নোমান চৌধুরী চরফ্যাশন প্রতিনিধি ॥ চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ গ্রামে মুরগি চুরির অপবাদে কিশোর রুবেল (১৪) কে নির্মম নির্যাতনের ঘটনায় বাবুল মাঝি (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করেছেন শশীভূষণ থানা পুলিশ। কিশোর নির্যাতনের ঘটনাটি আইনজীবী অমিত দাসগুপ্ত হাইকোর্টের নজরে আনলে হাইকোর্ট রাষ্ট্রপরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশারকে ঘটনার সাথে সংশ্লিষ্ট থানার ওসি সমন্বয়ে একটি অনুসন্ধান প্রতিবেদন তৈরি করে এক সপ্তাহের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার স্বপ্রণোদিত হয়ে ওই আদেশ দেন। আটককৃত বাবুল মাঝির আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গতকাল রিমান্ড শেষ হবে। রুবেলের মা বিলকিছ বেগম অভিযোগ করেন, রুবেল জেলেদের নৌকায় বাবুর্চির কাজ করে। ঘটনার আগের দিন এলাকায় প্রীতিভোজের জন্য রুবেলসহ আরও কয়েকজন মুরগি কিনে আনে। তবে ওই মুরগি চুরি করে আনা হয়েছে বলে অভিযোগ তোলেন হাজারীগঞ্জ ইউপি মেম্বার আমজাদ হোসেন। গত ১৫ নভেম্বর/১৮ তারিখে আমজাদ মেম্বার রুবেলকে বাড়ি থেকে হাজারীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ডেকে নিয়ে যান। সেখানে গ্রামবাসীর সামনে তাকে মধ্যযুগীয় কায়দায় মারধর করা হয়। রুবেলের মা ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদারের কাছে ছেলেকে বাঁচানোর অনুরোধ করেন।
‘বরিশালে ৫ দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালা’
: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বরিশালে......বিস্তারিত