অনলাইন সংরক্ষণ // বরিশালের গৌরনদীতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কবির ফকির (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় মারা গেছেন। সোমবার রাত ৯টার দিকে মারা যায় সে। নিহত কবির ওই উপজেলার ডুমুরিয়া গ্রামের করিম ফকিরের ছেলে এবং পেশায় একজন দিনমজুর ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার এসআই মিজানুর রহমান জানান, গত ২৮ নভেম্বর দুপুরে দিকে ওই গ্রামের ডুমুরিয়া গ্রামে বিরোধপূর্ণ জমির আম গাছের পাতা কুড়ানো নিয়ে বিরোধের জের ধরে কবির ফকিরকে পিটিয়ে-কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়।
এ ঘটনায় কবিরের বড়ভাই শাহ্আলম ফকির বাদি হয়ে অভিযুক্ত বেল্লাল ফকির, তার সহোদর মোহাম্মদ ফকির, আহাম্মদ ফকির, মা মনোয়ারা বেগম, বোন ফাতিমা বেগম, ভগ্নিপতি নুরুজ্জামান আকনসহ ৬ জনকে আসামি করে গত ২৯ নভেম্বর থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন ৩০ নভেম্বর মুর্মূর্ষ অবস্থায় কবিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে কবির মারা যায়। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহত কবিরের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহত কবিরের বড় ভাইয়ের দায়েরকৃত মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে বলে জানান তদন্ত এসআই মিজানুর জানান।
‘স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর দেওয়া আগুনে ঘর পুড়ে ছাই’
: বাগেরহাটের শরনখোলা উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মধ্যরাতে ঘরে আগুন......বিস্তারিত