অনলাইন সংরক্ষণ // স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে এবার ক্যামেরার সামনে নগ্ন হলেন জনপ্রিয় টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। এক মিনিটের এই ভিডিওতে বুকে হাত রেখে গান গেয়েছেন ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনা। গতকাল রোববার ভিডিওটি নিজের সোশ্যাল সাইটে শেয়ার করেছেন তিনি।ইন্সটাগ্রামে ভিডিওটির ক্যাপশনে সেরেনা লিখেছেন, ‘এই গানটির ভিডিও শুট করতে আমার অস্বস্তি হয়েছে। তবে সারা বিশ্বের মহিলাদের স্বার্থে আমি এটা করেছি। স্তন ক্যানসার নিয়ে সকলকে সচেতন করাই আমার উদ্দেশ্য।’
‘আই টাচ মাইসেল্প’ গানটি যিনি প্রথম গেয়েছিলেন সেই ক্রিসি অ্যাম্পলেট ২০১৩ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তার পর থেকে তার এই গানকেই স্তন ক্যানসার নিয়ে সচেতনতায় ব্যবহার করা হয়ে আসছে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই গানটিই গেয়েছেন সেরেনা।‘ব্রেস্ট ক্যানসার নেটওয়ার্ক অস্ট্রেলিয়া’র উদ্যোগে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ২০১৪ সালে প্রথম ব্রেস্ট ক্যানসার নেটওয়ার্ক অস্ট্রেলিয়ার তরফে ‘আই টাচ মাইসেল্ফ’ প্রকল্প নেওয়া হয়। তার পর থেকেই প্রত্যেক বছরই এই উদ্যোগ নেওয়া হয়।প্রত্যেকবারই স্তন ক্যানসার নিয়ে সচেতনতা প্রসারে অক্টোবর মাসকেই বেছে নেওয়া হয়। এই মাসে এটা নিয়ে সচেতনতা প্রসারে বিভিন্ন পদক্ষেপ নিতে দেখা যায়।
‘স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর দেওয়া আগুনে ঘর পুড়ে ছাই’
: বাগেরহাটের শরনখোলা উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মধ্যরাতে ঘরে আগুন......বিস্তারিত