স্টাফ রিপোর্টার ॥ পর্যটন কেন্দ্র কুয়াকাটার সমুদ্রপথ ইয়াবা পাচারের নতুন রুট হিসাবে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। এ নৌপথে মিয়ানমার থেকে আনা ৬ লাখ ৭৭ হাজার ৫৬ পিস ইয়াবা সড়কপথে ঢাকায় পাচারের সময় র্যাব-৮ আটক করলে নতুন এ রুটটির খবর জানা যায়। শুক্রবার রাতে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন শেখ কামাল সেতু এলাকা থেকে ওই ইয়াবার চালান আটক করা হয়। এসময় গ্রেপ্তার হওয়া দু’জনের কাছে পাওয়া গেছে ৪ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল। গ্রেপ্তার হওয়া একজন হলেন কক্সবাজারে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা মো. আলম (৩০)। তিনি কক্সবাজারের বালুখালী ক্যাম্পের বাসিন্দা। অপরজন হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার পানখালী গ্রামের মো. ইব্রাহিম (২৫)। র্যাব-৮ কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে অধিনায়ক আতিকা ইসলাম জানান, মাদক ব্যবসায়ীরা মিয়ানমার থেকে ইয়াবা আনতে নতুন রুট হিসাবে কুয়াকাটা সংলগ্ন সমুদ্রপথ ব্যবহার করছে- এমন তথ্য তারা কিছুদিন আগে জানতে পারেন। ইয়াবার বড় চালান পাচারের খবর পেয়ে র্যাবের একটি দল শেখ কামাল সেতু এলাকায় অবস্থান নেয়। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় সেতু অতিক্রম করার সময় ঢাকামুখী একটি প্রাইভেট কার আটক করা হয়। গাড়িটি তল্লাশি করে ৬ লাখ ৭৭ হাজার ৫৬ পিস ইয়াবা পাওয়া যায়। গাড়ির আরোহী দু’জনকে আটক করা হলে তাদের কাছে পাওয়া যায় একটি পিস্তল। পরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানান, মিয়ানমার থেকে সমুদ্রপথে কুয়াকাটায় আনার পর ইয়াবা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হয়।
‘সাবেক মন্ত্রীকে বিয়ে করছেন সানাই’
: বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত মডেল ও নবাগত চিত্রনায়িকা সানাই......বিস্তারিত