অনলাইন সংরক্ষণ // গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার পারিজাত এলাকায় বাসায় ঢুকে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রিজিয়া বেগম (৬০) জামালপুর সদর থানার শান্তিবাগ এলাকার বাসিন্দা।
নিহতের মেয়ের জামাই আসাদুজ্জামান মঞ্জু জানান, তার শাশুড়ি তাদের বাড়িতে থাকতেন। গতকাল বুধবার বাড়ি ভাড়া নেওয়ার জন্য এক লোক রুম দেখে যায়। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তার শাশুড়ি মোবাইলে তাকে জানান, অগ্রিম টাকা দিতে ওই ভাড়াটিয়া বাসায় এসেছে। পরে তিনি ঘরের দরজা খুলে দিতে বলেন। এরপর থেকে তার শাশুড়ির মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
আসাদুজ্জামান আরও জানান, একপর্যায়ে তিনি দুপুর সোয়া ২টার দিকে বাসায় এসে তার শাশুড়িকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে কোনাবাড়ীতে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে তায়রুন্নেছা মেমোরিয়াল হাসপাতালে নিলে চিকিৎসক তার রিজিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় বাসায় কেউ ছিল না।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
‘স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর দেওয়া আগুনে ঘর পুড়ে ছাই’
: বাগেরহাটের শরনখোলা উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মধ্যরাতে ঘরে আগুন......বিস্তারিত