কলাপাড়া প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ায় ৪৪২ লিটার চোলাই মদসহ দুই রাখাইন যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, লতাচাপলী ইউনিয়নের আমখোলা রাখাইন পাড়া এলাকার উংথাছিং এর ছেলে অং ছান (৪৫) ও কুয়াকাটা পৌর এলাকার পঞ্চায়েত পাড়ার চোম্যায়া রাখাইনের ছেলে মংচোমিন (২২)। জানা গেছে, র্যাব-৮ পটুয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সোয়েব আহমেদ খানের (সিনিয়র এএসপি) নেতৃত্বে গতকাল সকালে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে র্যাব। তাদের স্বীকারোক্তি অনুসারে অং চানের বসতবাড়ি তল্লাশি করে ৪৪২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
‘স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর দেওয়া আগুনে ঘর পুড়ে ছাই’
: বাগেরহাটের শরনখোলা উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মধ্যরাতে ঘরে আগুন......বিস্তারিত