অনলাইন সংরক্ষণ // সিরি ‘আ’-তে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় যে হবেন, তা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। পারিশ্রমিকের অঙ্কটা ঠিক কত, তা নিয়ে প্রশ্ন ছিল। অবশেষে জবাবটা মিলেছে। ইতালিয়ান সংবাদমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্ত জানিয়েছে, জুভেন্টাসে মৌসুমপ্রতি ৩১ মিলিয়ন ইউরো পারিশ্রমিক হিসেবে পাবেন ক্রিস্টিয়ানো রোনালদো।
গত জুলাইয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে চার বছরের চুক্তিতে ইতালিয়ান ক্লাবটিতে যোগ দেন রোনালদো। তাঁর পারিশ্রমিকের অঙ্কটা নিয়ে এত দিন প্রচুর জল্পনাকল্পনা হলেও সঠিক অঙ্কটা জানা যায়নি। ইতালিয়ান সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিরি ‘আ’-তে রোনালদোর পারিশ্রমিকই সর্বোচ্চ। ইতালির শীর্ষস্থানীয় এই লিগে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে তাঁর পারিশ্রমিক তিন গুণ বেশি!
৩৩ বছর বয়সী রোনালদোর মৌসুমপ্রতি পারিশ্রমিক (৩১ মিলিয়ন বা ৩ কোটি ১০ লাখ ইউরো) বাংলাদেশি মুদ্রায় অবাক করে দেওয়ার মতো। প্রায় ৩০০ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৪৪৪ টাকা। বেতনে শুধু লিওনেল মেসি আর নেইমারই রোনালদোর চেয়ে এগিয়ে। তবে জুভেন্টাসে রোনালদোর শুরুটা ভালো হয়নি। লিগ চ্যাম্পিয়নরা তিন ম্যাচে জয় পেলেও রোনালদো এখনো গোলের দেখা পাননি।
বার্সেলোনায় মেসির মৌসুমপ্রতি বেতন প্রায় ৪ কোটি ৪৯ লাখ ২৫ হাজার ৩৯৮ ইউরো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ৪৩৬ কোটি ৬ লাখ ৬৫ হাজার টাকা। পিএসজিতে নেইমারের মৌসুমপ্রতি বেতন ৩ কোটি ৫১ লাখ ৬৩ হাজার ৮৩০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪১ কোটি ২৫ লাখ ৮০ হাজার টাকা)।
সিরি ‘আ’-তে বেতনে রোনালদোর পরই গঞ্জালো হিগুয়েন। কিন্তু দুজনের মধ্যে ব্যবধান আকাশ-পাতাল। জুভেন্টাস থেকে এসি মিলানে ধারে যাওয়া আর্জেন্টাইন এই স্ট্রাইকারের মৌসুমপ্রতি বেতন ৯.৫ মিলিয়ন ইউরো। তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক জুভেন্টাস তারকা পাওলো দিবালার। মৌসুমপ্রতি ৭ মিলিয়ন ইউরো বেতন পেয়ে থাকেন আর্জেন্টাইন এই তারকা।
খেলোয়াড়দের বেতন দেওয়ায় শীর্ষস্থানীয় ক্লাবের নামে কোনো চমক নেই। জুভেন্টাস ছাড়া কে! প্রতি মৌসুমে শুধু বেতন বাবদ ২১ কোটি ৯০ লাখ ইউরো খরচ করে থাকে ‘তুরিনের ওল্ড লেডি’রা। ১৪ কোটি ইউরো খরচ করে দ্বিতীয় এসি মিলান।
‘শিক্ষক সমিতির সাবেক সভাপতির বিরুদ্ধে চেক প্রতারণা মামলা’
: স্টাফ রিপোর্টার ॥ শিক্ষক সমিতির সাবেক সভাপতি মজিবুর রহমানের বিরুদ্ধে......বিস্তারিত