মঠবাড়িয়া সংবাদদাতা ॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন দুলালসহ ৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার বিকেলে থানার এসআই মোঃ জাহিদ হাসান বাদী হয়ে এজাহারনামীয় ২৫ জন ও অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। এদিকে থানায় আটককৃত পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য মো শামিম মৃধা, শহরের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান ছোট্ট, তুষখালী ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম মিয়া ও পৌর শ্রমিক দলের সদস্য মোঃ মতিয়ার রহমানকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত পৌনে ১টার সময় বিএনপির সংঘবদ্ধ নেতাকর্মীরা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে নাশকতা সৃষ্টির লক্ষ্যে মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের স্থানীয় গুদিকাটা নামক স্থানের সড়ক দেশীয় অস্ত্র দিয়ে ক্ষতিগ্রস্ত করেন। এমন খবর পেয়ে থানার ওসির নেতৃত্বে ঘটনাস্থল থেকে পুলিশ জড়িত ৪ জনকে আটক করলেও বাকীরা পালিয়ে যান। আটককৃতদের কাছ থেকে খন্তা, শাবল, চাপাতি, কোদালসহ ধারালো দা উদ্ধার করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন দুলাল বলেন, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট যা মঠবাড়িয়ার সবাই জানে। তিনি বলেন, ‘‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ক্ষমতাসীন দলের নেতারা পুলিশ দ্বারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।” থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে।
‘বৃহস্পতিবার জার্মানি ও আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী’
: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার ছয়দিনের সফরে জার্মানি ও সংযুক্ত......বিস্তারিত